মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল, ককটেল উদ্ধার
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৫ ১৭:৫২
আপডেট:
২৮ নভেম্বর ২০২৫ ১৮:৪৫
রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। এরপর বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান।
এদিন দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, সকাল সাতটার দিকে ৫-৬ জন একটি ব্যানার নিয়ে ৫০ থেকে ৬০ সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, মোহাম্মদপুরের হুমায়ুন রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।
এটি জেনেভা ক্যাম্পের নাকি নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত সংগঠনের- এ প্রশ্নে তিনি বলেন, জেনেভা ক্যাম্পের পাশেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ক্যাম্পের নাকি অন্য কোনো ঘটনার অংশ- সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: