সিইসির ভাষণ রেকর্ড বিকেল ৪টায় : ইসি সচিব
প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:০২
আপডেট:
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আজ বিকেল ৪টায় রেকর্ড করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন।
এর আগে এদিন দুপুরে নির্বাচন–পূর্ব প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার কমিশনার এবং ইসি সচিব রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব বলেন, আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, তফসিল কবে ঘোষণা হবে। আজ বিকেল ৪টায় স্যারের (সিইসি) ভাষণ রেকর্ড করা হবে। সম্ভবত নির্বাচন কমিশনার স্যারদের সঙ্গে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন, এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
আখতার হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়া, রাজনৈতিক দল নিবন্ধনের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।
এছাড়া একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ইসি কীভাবে কারিগরি ও লজিস্টিক ব্যবস্থাপনা করবে- সে বিষয়ে রাষ্ট্রপতি বিস্তারিত জানতে চান। ব্যালট পেপারের রং, বিতরণ পদ্ধতি, মক ভোটিংয়ে ভোটারের গড় সময়, গণনার প্রযুক্তিগত পদ্ধতি- এগুলো সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।
তিনি বলেন, আমরা বিষয়গুলো ব্যাখ্যা করার পর রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের নতুন সময়ও তিনি যৌক্তিক বলে মত দেন।
রাষ্ট্রপতি বিশেষ আগ্রহ নিয়ে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর প্রযুক্তিগত কাঠামো সম্পর্কে জানতে চান। ইসি সচিব জানান, স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে এসব প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শুনে রাষ্ট্রপতি অত্যন্ত খুশি হয়েছেন।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা তিনি তার এখতিয়ার অনুযায়ী সর্বোচ্চভাবে দেবেন।

আপনার মূল্যবান মতামত দিন: