রাজধানীর কড়াইল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬ ১৯:২৮
আপডেট:
২১ জানুয়ারী ২০২৬ ২১:২৩
রাজধানীর কড়াইল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ (রিভলভার) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বনানী থানা-পুলিশের একটি দল ওই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবকের নাম আব্দুস সামাদ (২৫)।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
বনানী থানা সূত্রে জানানো হয়, বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার কড়াইল জামাই বাজার ঝিলপাড় নরসিংদী পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সামাদকে গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি বিদেশি ‘.২২ ম্যাগনাম মিনি রিভলভার’ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার সামাদের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: