শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


নতুন কোচ পেলো উপকূল এক্সপ্রেস


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৫

ছবি-ডেইলিমেইল ডট কম

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মধ্যে চলাচলরত আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি প্রতিস্থাপিত কোচ দ্বারা কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুনভাবে উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি। এ সময় নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এইচ এম ইব্রাহিম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম গড়ে তোলার লক্ষ্যে রেলওয়েকে গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে।। আগামীতে আরো নতুন কোচ আসলে নোয়াখালী সহ বিভিন্ন রুটে নতুন ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে।

ট্রেনের টিকিট সম্পর্কে রেল মন্ত্রী বলেন, ট্রেনের টিকেট ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা অচিরেই জানানো হবে।

আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে পূর্বে কোন এসি চেয়ার ছিল না। এখন থেকে এটি ৭৮৯ টি আসন বিশিষ্ট ১৬ টি কোচ দিয়ে চলাচল করবে। এতে আসন থাকবে এসি চেয়ার ৩৪৯ টি, শোভন চেয়ার থাকবে ৪৪০ টি।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top