দেশে করোনা টিকাগ্রহীতার সংখ্যা কমছে
 প্রকাশিত: 
 ১৪ মার্চ ২০২১ ১০:৪৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:২৭
                                রাজধানীসহ সারাদেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা দিনদিন কমছে। গত ১৩ ফেব্রুয়ারি পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মোট টিকাগ্রহীতার সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। এর ঠিক একমাসের ব্যবধানে শনিবার (১৩ মার্চ) সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহণকারীর সংখ্যা কমে মাত্র ৮৬ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন ও নারী ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন। টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত রিপোর্ট করেছেন ৮৮৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক মাস আগের ও পরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, একমাস আগে ১৩ ফেব্রুয়ারি টিকাগ্রহণকারী এক লাখ ৯৪ হাজার ৩৭১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ হাজার ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ হাজার ৭১৮ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৭৪ জন, রংপুর বিভাগে ১৭ হাজার ৫৪২ জন, খুলনা বিভাগে ২১ হাজার ২৭৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৫১৩ জন এবং সিলেট বিভাগে ১৬ হাজার ৮৭ জন রয়েছেন।
একমাস পর ১৩ মার্চ টিকাগ্রহীতা ৮৬ হাজার ১৩২ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ২৯ হাজার ২৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ১৬৯ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৭৮৫ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২০ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে ২ হাজার ২১১ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৭৯৪ জন রয়েছেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: