আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু
প্রকাশিত:
১৮ জুলাই ২০২৩ ২১:৫৫
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৪৫

সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সমাবেশ শুরু হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
সমাবেশ শেষে একটি র্যালি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হওয়ার কথা আছে।
আপনার মূল্যবান মতামত দিন: