রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নয়া পল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, সরিয়ে দিচ্ছে পুলিশ


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৩ ০০:৪৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৫৩

ছবি সংগৃহিত

বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার অনুমতির খবরে নয়াপল্টন এলাকার আশপাশে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা।

তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে রাস্তা কিংবা দোকানের আশপাশে পুলিশ দাঁড়াতে দিচ্ছে না কাউকে। কিছুক্ষণ পরপর পুলিশের টহল দল বাঁশি বাজিয়ে রাস্তার আশপাশ থেকে সরিয়ে দিচ্ছে নেতাকর্মীকে।

মিরপুর-২ থেকে আসা আসলাম নামের এক বিএনপি কর্মী বলেন, আগামীকালের মহাসমাবেশ নিয়ে এক ধরনের উত্তেজনা কাজ করছে। আমরাও চাই শান্তিপূর্ণ সমাবেশ করতে।

আজকে কেন এখানে এলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজ উদ্যোগে চলে আসছি। আমার এলাকার অনেকে এসেছেন। আজ এই এলাকাতেই থাকব।

অন্যদিকে কর্তব্যরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা করা। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমাদের কর্তব্য পালন করে যাচ্ছি।

এর আগে বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিএনপিকে সমাবেশ করার অনুমতির কথা জানান।

তিনি বলেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ-সংগঠন ও বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আজকের পরিবর্তে আগামীকাল সাপ্তাহিক ছুটির দিনে আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠন (আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ) সমাবেশ এবং বিএনপি মহাসমাবেশ করার জন্য আমাদের কাছে লিখিত আবেদন করেছে। আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল দল দুটিকে সমাবেশ করা অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, দুপুরে বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বিনা কারণে শুধু ভয় আর আতঙ্ক ছড়াতে সরকারের হুকুমে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন তত কিন্তু আন্দোলন বেগবান হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (২৭ জুলাই) বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু নিজেদের পছন্দমতো স্থান না পাওয়ায় একদিন পিছিয়ে ২৮ জুলাই সমাবেশ করার দিন ঠিক করেছে বিএনপি।

কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এবং আশপাশের অলি-গলিতে অবস্থান নিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের চাপে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১০ মিনিটের মধ্যে বিএনপি নেতাকর্মীদের সড়ক ছাড়ার নির্দেশ দেয়। এর ৫-৬ মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করে চলে যান বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার (২৬ জুলাই) বিকেল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। ‌এছাড়া বিএনপি কার্যালয়ের পাশে রাখা হয়েছে প্রিজনভ্যান ও সাঁজোয়া যান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top