বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২


কোটা আন্দোলনে সম্পৃক্ততা, পদ হারালেন যুব মহিলা লীগ নেত্রী


প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪ ১৮:২২

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ১০:৫৮

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে পরোক্ষভাবে জড়িত থেকে সাংগঠনিক তথ্য পাচারের অভিযোগে বাংলাদেশ যুব মহিলা লীগের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেত্রীর নাম মনিরা আফরোজ মিম। তিনি যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

বুধবার (৩১ জুলাই) যুব মহিলা লীগ সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, গণতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে শক্তির সাথে পারিবারিকভাবে সম্পৃক্ত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কার্যনির্বাহী সদস্য মনিরা আফরোজ মিমকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

সংগঠনের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও কী তথ্য ও কোথায় পাচার করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক দলীয় তথ্য তিনি বাইরে পাচার করতেন।
গণতান্ত্রিক আদর্শের বিরুদ্ধের শক্তির সাথে পারিবারিকভাবে সম্পৃক্ত বলতে, তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছে যুব মহিলা লীগ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top