সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


তরুণ থেকে বুড়ো, সবার ভিড় এনসিপির সাক্ষাৎকারে


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ১৪:৩০

আপডেট:
২৪ নভেম্বর ২০২৫ ১৪:৩২

ছবি : সংগৃহীত

তরুণ থেকে বুড়ো, সব বয়সী মনোনয়ন প্রত্যাশীদের ঢল নেমেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নির্বাচনী সাক্ষাৎকারে। দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোটে অংশ নেবে

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

কনভেনশন হল ঘুরে ও কথা বলে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীরা একে একে সাক্ষাৎকার বোর্ডের সামনে হাজির হয়ে নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়ন পরিকল্পনা, দলীয় নীতিআদর্শে বিশ্বাস এবং জনগণের সঙ্গে কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন। একইসঙ্গে এনসিপি বিরোধীদল হলে তারা দেশের জন্য কিভাবে কাজ করবেন, সেসব বিষয়ও তুলে ধরেন।

সাক্ষাৎকার দিতে এসেছেন ৭০ বছর বয়সে মোহাম্মদ জহিরুল ইসলাম খান। তিনি ঝালকাঠি-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমিও তরুণ, আমি বৃদ্ধ মনে করার কিছু নেই। তাই তরুণদের কাছে এসেছি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরোনো নেতৃত্বকে ভুলে যেতে হবে। নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে হবে। তাই আমি এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী।

ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন চান রিয়া পারভীন। তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ৫৪ বছর মানুষ দেখেছে। আসলে আমাদের উল্লেখযোগ্য একটা পরিবর্তন দরকার। নতুনদের সুযোগ করে দেওয়ার মধ্যেই এই পরিবর্তন রয়েছে। এবারে নির্বাচন হবে সুষ্ঠু। টাকা দিয়ে ভোট কেনার নির্বাচন এবার হবে না।

লালমনিরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ৩৫ বছর বয়সী মোহাম্মদ মুকুল হোসেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব এবং মানবিক ও মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার জন্য তরুণদের রাজনীতি গতানুগতিক রাজনীতির বাইরে। বাংলাদেশের আপামর জনগণ এমসিপির নেতৃত্বকেই সমর্থন করে। আগামীতে তরুণদের এই দলকেই বাংলাদেশের মানুষ জিতিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।

শুধু এই তিনজন নয়, এনসিপির মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪৮৪ জন প্রত্যাশী। এর মধ্যে ৬০০ জনের সাক্ষাৎকার গতকাল প্রথম দিন হয়ে গেছে। আজ বাকিদের সাক্ষাৎকার চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানিয়েছেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top