গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
গণফোরামের ৪ জনকে শোকজ
 প্রকাশিত: 
 ৪ অক্টোবর ২০২০ ২২:২২
 আপডেট:
 ৫ অক্টোবর ২০২০ ২১:৪০
                                গণফোরামের নতুন করে চার জনকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ এবং অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক।
ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এ তথ্য জানান।
এদিকে রোববার দলের সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়া বলেন, ‘গণফোরামের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ড ইতোপূর্বেও আমাদের নজরে এসেছে। তাদেরকে বিধি সম্মতভাবে দল থেকে বহিষ্কার করে গণফোরাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন বহিষ্কৃতদের সঙ্গে মিলে কয়েকজন সদস্য গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।’
বিবৃতিতে বলা হয়, ‘গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও কয়েকজন সদস্যকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তাদের সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যে কোনও ব্যক্তি গণফোরামের রাজনীতি ত্যাগ করে নতুন কোনও রাজনীতি করতে পারেন। কিন্তু অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে গণফোরামকে বিব্রত করার এখতিয়ার কারও নেই।’

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: