রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ফ্যাসিবাদী শাসন দেশের মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে : জোনায়েদ সাকি


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৩ ২১:৪৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:৩৭

ছবি সংগৃহিত

ফ্যাসিবাদী শাসন দেশের মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে এসময়ে আসাদ আমাদের সামনে অনেক বেশি প্রাসঙ্গিকতা নিয়ে হাজির হয়েছে। যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাদসহ ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন সেই বাংলাদেশকে বর্তমান সরকার খাদের কিনারায় নিয়ে গেছে। দুর্নীতি-লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভয়াবহ খাদের মাঝে পড়েছে, জনগণের ভোটাধিকার না থাকায় তারা ন্যূনতম জবাবদিহিতার মধ্যে আসছে না।

তিনি আরও বলেন, বর্তমান কর্তৃত্ববাদী শাসন দেশের মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে। ছাত্রদের ভবিষ্যৎও নষ্ট করছে। বাংলাদেশে গণমানুষের যেকোনো সংগ্রামে এ দেশের ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। বর্তমানে জনগণের ভোটাধিকার, শিক্ষা ও কাজের দাবিতেও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। বাংলাদেশকে যদি আমরা গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে না পারি তা আমাদের সবার ভবিষ্যতকে নষ্ট করবে।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, বর্তমানে সরকার স্মার্ট বাংলাদেশের কথা বলছে, তাদের স্মার্ট বাংলাদেশে জনগণের ভোটাধিকার নাই, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নাই। তাদের হাতে লেগে আছে বিশ্বজিতের রক্ত, লেগে আছে আবরারের রক্ত। তারা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষার্থীদের স্বপ্ন খুন করার দায় নিয়ে বসে আছে। পৃথিবীতে কোনো স্বৈরাচার দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top