শনিবার, ২৭শে জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১


অজুবিহীন অবস্থায় পরিহিত কাপড় দিয়ে কোরআন ধরা যাবে?


প্রকাশিত:
১৪ মে ২০২৪ ১৭:৩৩

আপডেট:
২৭ জুলাই ২০২৪ ১৪:৩৫

ছবি- সংগৃহীত

পবিত্র কোরআন মহান আল্লাহর কালাম বা বাণী। আল্লাহর এই কালাম সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন। এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কোরআনের কপি স্পর্শ করার জন্য দৈহিক পবিত্রতা শর্ত। পবিত্র কোরআন স্পর্শে কোনোভাবেই যেন অসম্মান প্রকাশ না পায় সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ইমাম নববি ও ইমাম তাইমিয়া (রহ.) বলেন, ‘পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করা নিষিদ্ধ— এই বিষয়ে মতামত দিয়েছেন হজরত আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, সালমান, আবদুল্লাহ ইবনে উমর (রা.) প্রমুখ সাহাবি। অন্য সাহাবিদের এর বিপরীত কোনো অভিমত নেই।’ (শরহুল মুহাজ্জাব: ২/৮০; মাজমুউল ফতোয়া: ২১/২৬৬)

প্রশ্ন হলো- সবসময় তো আর অজু থাকে না। এ অবস্থায় শরীরে জড়ানো কাপড় বা রুমালের কিনারা দিয়ে কোরআন ধরা জায়েজ হবে কি না।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, না, অজুবিহীন অবস্থায় পরিহিত রুমালের কোনো অংশ দ্বারাও কুরআন মাজিদ স্পর্শ করা জায়েজ নয়। রুমাল দ্বারা কুরআন মাজিদ ধরতে চাইলে শরীর থেকে নামিয়ে নিয়ে তারপর সেই রুমাল দিয়ে কোরআন মাজিদ স্পর্শ করতে পারবে অথবা শরীর থেকে পৃথক পবিত্র কোনো কাপড় দ্বারা ধরা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top