অজুর সময় অজু ভেঙে গেলে কী করবেন?
প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫ ১৪:০৬
আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ১৯:০৪

নামাজ, কোরআন তিলাওয়াত এবং সবসময় পবিত্র থাকার জন্য অজু করতে হয়। অজু করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। অজু করার নিয়ম হলো—
১. নিয়ত করা।
২. বিসমিল্লাহ বলা।
৩. উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা।
৪. কুলি করা।
৫. নাকে পানি দেওয়া।
৬. দাড়ি ঘন হলে আঙুল দিয়ে খিলাল করা।
৭. কান মাসেহ করা।
৮. ঘাড় বা গর্দান মাসেহ করা।
৯. আঙুল দিয়ে পা খিলাল করা।
১০. প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করা।
১১. ধারাবাহিকভাবে অজু করা।
১২. ডান দিক থেকে অজু শুরু করা।
এই কাজগুলো করার সময় যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে। অর্থাৎ, অজু করার সময় কারো বায়ূ বের হয়, তাহলে অজু করার মধ্যে অজু ভঙ্গের কারণ ঘটার কারণে তাকে পূর্ণ অজুই আবার করতে হয়। অর্থাৎ, নতুন করে আবার অজু শুরু করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: