ভুলে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয়
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১২:০৭
আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৪:৪৫

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এই পাঁচ ওয়াক্তের মধ্যে মোট ১৭ রাকাত ফরজ ও ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। ফজরে দুই রাকাত ফরজ নামাজ পড়তে, জোহর, আসর ও এশাতে চার রাকাত করে ফরজ পড়তে হয় আর মাগরিবে তিন রাকাত ফরজ পড়তে হয়।
প্রত্যেক ওয়াক্তের জন্য নির্দিষ্ট রাকাতের কম বা বেশি আদায় করলে নামাজ হবে না, আবার নতুন করে নির্দিষ্ট সংখ্যাই আদায় করতে হবে। কেউ যদি চার, দুই বা তিন রাকাত বিশিষ্ট ফরজ নামাজে নির্দিষ্ট রাকাতের পরে ভুলে দাঁড়িয়ে যায়, তাহলে তার নামাজের বিধান কী হবে?
যেমন কেউ জোহর চার রাকাত আদায় করার পর পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলো, তাহলে তিনি কী করবেন? সেই নামাজ পুনরায় পড়তে হবে নাকি সাহু সিজদা দিলে হয়ে যাবে? এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—
নামাজের আখেরি বা শেষ বৈঠক ফরজ। কেউ যদি আখেরি বৈঠকে তাশাহুদ পড়ে নেয় অথবা সেই পরিমাণ বসে থাকার পর ভুলে দাঁড়িয়ে যায় তাহলে তার জন্য করণীয় হলো, তৃতীয়/পঞ্চম রাকাতের সেজদার আগ পর্যন্ত স্মরণ হওয়া মাত্রই বসে পড়বে এবং সেজদা সাহু দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
কিন্তু যদি তৃতীয় কিংবা পঞ্চম রাকাতের সেজদা করে নেয় তাহলে সঙ্গে আরও এক রাকাত মিলিয়ে চার/ছয় রাকাত পূর্ণ করতে হবে। তাহলে শেষ বৈঠকের আগের নামাজগুলো ফরজ এবং শেষের দুই রাকাত নফল হিসেবে গন্য হবে।
কিন্তু যদি ফরজ নামাজের আখেরি বৈঠক না করে কেউ এমনটি করে তাহলে তার পুরো নামাজই নফল হিসেবে গণ্য হবে। তাকে পুণরায় ফরজ নামাজ পড়তে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: