মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


কোরআনে যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৬:৫১

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৭:০১

ছবি সংগৃহীত

নিজের মনের কথা, অনুভূতি প্রকাশের জন্য আমরা সবাই কমবেশি একজন বিশ্বস্ত ও সৎ মনের বন্ধুর ওপর নির্ভর করি। বন্ধু মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বন্ধুর আচার-আচরণের মাধ্যমে একজন মানুষকে বিবেচনা করা হয়। একজন মানুষের রুচি, প্রকৃতি তার বন্ধুর মাধ্যমেই প্রকাশ পায়।

সাধারণত নিজের রুচি ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করেই মানুষ বন্ধ নির্বাচন করে। নিজের থেকে ভিন্ন রুচির কারো সঙ্গে ভালো সম্পর্কে বজায় থাকলেও বন্ধুত্ব গড়ে উঠা সম্ভব নয়। সৎসঙ্গে স্বর্গবাস ও অসৎসঙ্গে সর্বনাশ প্রবাদটির প্রচলনই হয়েছে মানুষের আচরণ, প্রকৃতি ও বন্ধুর পরিচয়ের ওপর নির্ভর করে।

কোরআন ও হাদিসে বন্ধু নির্বাচনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী একে অপরের বন্ধু। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ প্রতিষ্ঠিত করে, জাকাত দেয় এবং আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী জীবন-যাপন করে। তাদের ওপর আল্লাহ অনুগ্রহ করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী।’ (সুরা তাওবা, আয়াত : ৭১)

এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)

কোরআনের এই আয়াত ও হাদিসে বন্ধু নির্বাচনে একজন মানুষ যেসব গুণ বিবেচনা করতে পারে তার ঈঙ্গিত দেওয়া হয়েছে। এখানে মূলত ভালো চরিত্রের ঈমানদার ব্যক্তিদের বন্ধু বানানোর প্রতি জোর দেওয়া হয়েছে।

অসৎ, মন্দ ও অবিশ্বাসীদের বন্ধু বানানো থেকে বিরত থাকতে বলা হয়েছে কোরআনের অন্য আয়াতে। আল্লাহ তায়ালা বলেছেন—

لَا یَتَّخِذِ الۡمُؤۡمِنُوۡنَ الۡكٰفِرِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِیۡنَ ۚ وَ مَنۡ یَّفۡعَلۡ ذٰلِكَ فَلَیۡسَ مِنَ اللّٰهِ فِیۡ شَیۡءٍ اِلَّاۤ اَنۡ تَتَّقُوۡا مِنۡهُمۡ تُقٰىۃً ؕ وَ یُحَذِّرُكُمُ اللّٰهُ نَفۡسَهٗ ؕ وَ اِلَی اللّٰهِ الۡمَصِیۡرُ

বিশ্বাসী (মুমিন)গণ যেন বিশ্বাসী (মুমিন)দেরকে ছাড়া অবিশ্বাসী (কাফের)দেরকে অভিভাবক (বা অন্তরঙ্গ বন্ধু) হিসেবে গ্রহণ না করে। যে কেউ এমন করবে, তার সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাদের কাছ থেকে কোন ভয় আশংকা কর (তাহলে আত্মরক্ষার জন্য কৌশল অবলম্বন করতে পার।) আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করছেন এবং আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। (সুরা আল ইমরান, আয়াত : ২৮)

এ আয়াতে অবিশ্বাসী কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মুসলিমদের কোন ব্যাপারে সাহায্য-সহযোগিতার চুক্তি করার ব্যাপারে নিষেধ করা হয়েছে এবং এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যে কেউ সেটা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহর দ্বীনে তার কোন অংশ থাকবে না। কেননা কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঈমানের সাথে একত্রিতভাবে থাকতে পারে না। ঈমান শুধু আল্লাহ ও আল্লাহর বন্ধু মুমিনদের সাথে সম্পর্ক রাখতে বলে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে এবং আল্লাহর শক্ৰদের সাথে লড়াই করে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top