সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


এক মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লির আগমন


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৩:২০

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৫

ছবি সংগৃহীত

হিজরি ১৪৪৭ সালের সফর মাসে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে মোট ৫ কোটি ২৮ লাখের বেশি মুসল্লি ও ইবাদতকারী উপস্থিত হয়েছেন। তবে মুহাররম মাসে পবিত্র দুই মসজিদে আগত মুসল্লি সংখ্যা ছিল ৬ কোটিরও বেশি।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জেনারেল অথরিটি শনিবার (৩০ আগস্ট) জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের সফর মাসজুড়ে দুই পবিত্র মসজিদে মুসল্লি ও ইবাদতকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৯৬২ জন।

এর মধ্যে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ১৪ লাখ ২১ হাজার ১১৮ জন মুসল্লি। তাদের মধ্যে ৫১ হাজার ১০৪ জন হিজরে ইসমাইল (আল-হাতিম) অংশে ইবাদত করেছেন।

পুরো মাসে ওমরাহ আদায়কারীর সংখ্যা ছিল ৭৫ লাখ ৩৭ হাজার ২ জন।

অন্যদিকে মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৬ লাখ ২১ হাজার ৭৪৫ জন মুসল্লি। এদের মধ্যে ১১ লাখ ৮৮ হাজার ৩৮৬ জন রওজা শরিফে নামাজ পড়েছেন।

এ ছাড়া ২০ লাখ ৪ হাজার ৬০৮ জন প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) ও তার দুই সাহাবির রওজা শরিফে সালাম পেশ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান ফটক দিয়ে প্রবেশকারী নামাজি ও ওমরাহযাত্রীদের সংখ্যা নির্ধারণে উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়। এ প্রযুক্তি কার্যক্রমের দক্ষতা বাড়াতে, জনসমাগম নিয়ন্ত্রণে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করতে সহায়তা করে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top