সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


ম্যাচ জিতেও ১২ লাখ জরিমানা স্যামসনের


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ২১:০৮

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:২০

ছবি সংগৃহিত

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে জয়ের পরও দুঃসংবাদ পেল রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। মূলত স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আইপিএলের আচরণবিধির অধীনে এটি রাজস্থানের প্রথম নিয়ম ভঙ্গের ঘটনা ছিল। সেই কারণেই দলের অধিনায়ক স্যামসনকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আইপিএল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, 'এটা যেহেতু এই আসরে দলটির প্রথমবারের মতো নীতি ভঙ্গের ঘটনা, সেহেতু রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।'

রাজস্থান যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে স্যামসনকে (অধিনায়ক) ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং দলের একাদশে থাকা খেলোয়াড়দের ৬ লক্ষ বা ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top