মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


মাঠ ছেড়েছেন বুমরাহ, বিপদে ভারত


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১১:২৩

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০২:২১

ছবি সংগৃহিত

রোহিত শর্মা যে সিডনি টেস্টে খেলবেন না তা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। একাদশ ঘোষণার পর দেখা যায় সেই গুঞ্জনই সত্যি হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে ভারতের হয়ে টস করেন জাসপ্রিত বুমরাহ। ম্যাচের দ্বিতীয় দিনে বুমরাহও মাঠ ছেড়েছেন। এখন মাঠে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি।

দ্বিতীয় দিনের সকালে টানা বোলিং করেছেন বুমরাহ। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই এক ওভার বোলিং করার পর অস্বস্তিতে ভোগেন তিনি। আর তখনই মাঠ ছাড়েন এই পেসার। এরপর তিনি স্টেডিয়াম ছেড়ে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বুমরাহকে নিয়ে ধারাভাষ্যে সুনীল গাভাস্কার বলেন, 'সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরাহ। ভারতের জন্য এটা ভালো খবর নয়। ও দলের জন্য অনেক পরিশ্রম করে। এ কারণে ওর শরীরের ওপর অনেক চাপ পড়ে।'

তবে বুমরাহকে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের বার্তায় জানা যাবে, এই টেস্টে বুমরাহকে আর পাওয়া যাবে কিনা।

মাঠ ছাড়ার আগেই অবশ্য এই টেস্টে রেকর্ড গড়েছেন বুমরাহ। সিরিজে সবমিলিয়ে এই পেসারের শিকার ৩২ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিয়ে কোনো ভারতীয় পেসারের এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। ৪৭ বছর আগে অজিদের মাটিতে এক সিরিজে ৩১ উইকেট শিকার করেছিলেন বেদি। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এবার বুমরাহ।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top