শুক্রবার, ১২ই ডিসেম্বর ২০২৫, ২৭শে অগ্রহায়ণ ১৪৩২


জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫ ১৬:১৮

আপডেট:
১২ ডিসেম্বর ২০২৫ ০১:৪৮

ফাইল ছবি

বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তি বাড়ানো শুরু করেছিল। যদিও নিলাম শেষে তাদের দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।

পরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। আসন্ন বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন নোয়াখালি ফ্র্যাঞ্চাইজির মালিকও।

নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতনকে দলের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নে তিনি বলেন, 'জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। যেটা বাস্তবতা জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমাদের ম্যানেজমেন্ট আছে আমরা চেষ্টা করব তাদেরকে নেওয়ার (দেওয়ার অধিনায়কত্ব)। তবে অধিনায়ক হিসেবে তো দুই তিনটা চয়েজ আছে আমাদের। যেহেতু কোচ আছে খালেদ মাহমুদ সুজন। আমাদের একটা প্ল্যান আছে ওনাকে আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমাদের সৌম্য সরকারও আছে।'

২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top