বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


জুলাই আন্দোলনে প্রয়াত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স


প্রকাশিত:
৯ মার্চ ২০২৫ ১৪:০৭

আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫৬

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের নামে থাকা স্থাপনা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামও পরিবর্তন হচ্ছে। এবার ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বদলে নতুন নাম হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।’

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে থাকলেও গুলি লাগে রিয়ার মাথায়। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় রিয়া গোপ মৃত্যুবরণ করে। মাত্র সাড়ে ছয় বছরের শিশুর এই মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মহিলা ক্রীড়া কমপ্লেক্স হিসেবে ক্রীড়াঙ্গনে পরিচিতি থাকলেও, এটি আওয়ামী লীগ আমলে সাবেক অ্যাথলেট ও শেখ কামালের প্রয়াত বধূর নামে নামকরণ হয়েছিল।

দেশের সবচেয়ে প্রধান ক্রীড়া ভেন্যুর নাম পরিবর্তন হয়ে জাতীয় স্টেডিয়াম হয়েছে কয়েক সপ্তাহ আগেই। জাতীয় স্টেডিয়ামের সামনেই থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। তেমনি রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।

ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে উপজেলা ও জেলা পর্যায়ে বেশ কিছু স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। জাতীয় স্টেডিয়ামের পর এবার জাতীয় পর্যায়ের আরও চারটি স্থাপনার আজ নতুন নামকরণ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠিতে এই স্থাপনার নাম সংশ্লিষ্টদের অবহিত করেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top