৮০৭ দিন পর সেঞ্চুরি করে যা বললেন বাবর
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৫ ১৭:২৮
আপডেট:
১৫ নভেম্বর ২০২৫ ১৯:৪২
৮০৭ দিন এবং ৮৩ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। কাকতালীয়ভাবে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও মাঝে ৮৩ ইনিংস সেঞ্চুরি পাননি। দুজনের জন্যই ৮৪তম (ইনিংস) সংখ্যাটা সম্ভবত সৌভাগ্য ও প্রাণ খুলে শ্বাস নেওয়ার! বাবরের সেঞ্চুরি পাওয়ার দিনে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
লম্বা সময়ের অপেক্ষার পর সেঞ্চুরি পেয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাবর। কারণ তার খারাপ সময়ে ভক্তদের পাশে পেয়েছেন। বাবর মনে করেন, ভকতরাই তার প্রকৃত বন্ধু।
তিনি বলেন, 'সমর্থকদের কাছ থেকে যে পরিমাণ সমর্থন পেয়েছি, শুধু ইসলামাবাদ নয়, সব জায়গাতে, দারুণ ছিল। পাকিস্তানের সব জায়গায় আমি অনেক সমর্থন পেয়েছি। এটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভক্তরা কঠিন সময়ে আমাকে ছেড়ে যায়নি। এই ধরনের কঠিন সময়েই বোঝা যায়, আসল বন্ধু কারা।'
মাঝের খারাপ সময়টা কঠিন ছিল বাবরের জন্য, 'খুবই কঠিন সময় ছিল। তবে আমি নিজের ওপর বিশ্বাস হারাইনি। যেখানে উন্নতি প্রয়োজন করেছি, নিজের ফিটনেস নিয়েও কাজ করেছি। দিন শেষে এটি বিশ্বাসের ব্যাপার।'
'জীবনে এরকম সময় আসবে এবং আপনি চাইলেই নেতিবাচক ভাবনায় আটকে থাকতে পারেন, উল্টো প্রশ্ন করতে পারেন কেন আপনার সঙ্গে এরকম হচ্ছে। তবে আপনাকে নিজের পরিকল্পনায় অটুট থেকে বিশ্বাস রাখতে হবে যে, (একসময়) পুরস্কার পাবেন।'-যোগ করেন তিনি।
রানে ফিরলে আত্মবিশ্বাসও বাড়ে বলে মনে করেন বাবর। তিনি বলেন, 'যখনই রানের দেখা পাবেন, আত্মবিশ্বাস অন্য পর্যায়ে পৌঁছে যায়। অনেক লম্বা সময় ছিল। তবে আমি নিজের ওপর বিশ্বাস হারাইনি এবং কঠোর পরিশ্রমের সঙ্গে কোনো আপোষ করিনি। নিজের ওপর বিশ্বাস রেখেছি। এটাই সবচেয়ে বড় বিষয়।'
'এরকম সময়ে আপনার মনে অনেক ধরনের চিন্তাভাবনা কাজ করে, আপনি ভাবতে পারেন আপনার সঙ্গে কী হচ্ছে। অনেক কোচ আপনার সঙ্গে কথা বলবে, নানা ধরনের পরামর্শ দেবে। এরপর আপনাকে ঠিক করতে হবে, কোনটি আপনার জন্য ঠিক।'-যোগ করেন তিনি।

আপনার মূল্যবান মতামত দিন: