দলবদলে হঠাৎ সরব ম্যানসিটি, আসছে বড় চমক
প্রকাশিত:
১৪ মে ২০২৫ ১৫:৪৪
আপডেট:
১৪ মে ২০২৫ ১৯:৫৮

নামের পাশে ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র শতাধিক অভিযোগ। তবু আরেকটা ট্রান্সফার উইন্ডো যখন ফুটবল দুনিয়ার সামনে, তখন ম্যানচেস্টার সিটিকে বাদ দেয়ার সাধ্য কই। জুন মাস থেকেই শুরু হয়ে যাবে দলবদলের নতুন উইন্ডো। সেটাকে সামনে রেখে বেশ কয়েক সপ্তাহ ধরেই সরব ফুটবল দুনিয়া। যদিও এরমাঝে খানিক নীরবই ছিল ম্যানচেস্টার সিটি।
কিন্তু সেই নীরবতা যেন বড় কিছুরই ইঙ্গিত। স্কাই স্পোর্টস এবং মার্কার মতো বড় দুই গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটি এবারে নামছে বড় আকারের চমক নিয়ে। যেখানে তারা দলে নিতে পারে সময়ের বড় দুই তারকা ফ্লোরিয়ান ভির্টজ আর রদ্রিগোকে।
বায়ার লেভারকুসেনের তারকা ফ্লোরিয়ান ভির্টজকে পাওয়ার দৌড়ে আকস্মিকভাবেই মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহেও শোনা গিয়েছিল ভির্টজকে পেতে বায়ার্ন মিউনিখই ফেভারিট। ১২৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি আর ১২৫ মিলিয়নের বেতন– সবমিলিয়ে ২৫০ মিলিয়নের বিশাল এক প্রস্তাব ছিল বাভারিয়ানদের পক্ষ থেকে। যদিও শেষ পর্যন্ত সেটা আলোর মুখ নাও দেখতে পারে।
জার্মান গণমাধ্যম বিল্ডের খবর, ম্যানচেস্টার সিটির সঙ্গে আলাপ করতে এরইমাঝে ইংল্যান্ডে উড়ে গিয়েছেন ভির্টজের বাবা-মা। অন্যদিকে লেভারকুসেনও তাদের প্রতিপক্ষ বায়ার্নের কাছে ভির্টজকে বিক্রি করতে আগ্রহী না। সেই সুযোগটাই নিতে চায় ম্যানচেস্টার সিটি। তবে বায়ার্ন মিউনিখও এখনই হাল ছাড়তে রাজি নয়। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে হলেও ভির্টজকে নিজেদের দলে চায় তারা। আর এই টানাটানির মাঝে ভির্টজ এখন পর্যন্ত নিজের শেষ সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছেন।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে পাওয়ার দৌড়েও ভালোভাবেই নেমেছে ম্যানচেস্টার সিটি। রিয়ালে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট নন রদ্রিগো। এমবাপে, ভিনিসিয়ুস আর বেলিংহামদের পেছনে থাকতে রাজি নন তিনি। অন্যদিকে তরুণ তুর্কি আর্দা গুলারও নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন।
এমন অবস্থায় রদ্রিগো ক্লাব ছাড়তে রাজি। আর তাকে দলে টানতে চায় ম্যানচেস্টার সিটি। ২০২৪ সালেই রদ্রিগোকে পেতে লোভনীয় প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ডের ক্লাবটি। কিন্তু সেবারে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এবার অবশ্য আবার ম্যানসিটি মাঠে নামছে রদ্রিগোকে পেতে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রদ্রিগো। এরপর থেকেই সিটিজেন্স বস গার্দিওলা এই ব্রাজিলিয়ান তারকার ভক্ত। ধারণা করা হচ্ছে, সিটি আগ্রহী হবে রদ্রিগোকে নিয়ে।
ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে পেতে অন্তত ৮৫ মিলিয়ন ইউরো খসাতে হবে যেকোন ক্লাবকেই। বর্তমানে তার রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন। তবে চলতি গ্রীষ্মে বেশ কিছু নতুন খেলোয়াড় দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। আর সেটার ফান্ড হিসেবে রদ্রিগোকে কিছুটা কমে হলেও ছাড়তে রাজি লস ব্লাঙ্কোসরা।
আপনার মূল্যবান মতামত দিন: