বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২


টি-টোয়েন্টি ইতিহাসে এমন রানতাড়া আগে দেখা যায়নি


প্রকাশিত:
২৬ মে ২০২৫ ১১:৩০

আপডেট:
২৯ মে ২০২৫ ০৩:২৬

ছবি সংগৃহীত

দুর্দান্ত এক ফাইনাল দিয়ে পর্দা নামলো পিএসএলের। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজ লিগ বরাবরই রানবন্যার জন্য খ্যাতি পেয়েছে। শেষ ম্যাচেও হলো সেটাই। রানের উৎসব আর ঝোড়ো গতির ব্যাটিং দিয়ে লাহোরকে শিরোপা এনে দিলেন কুশাল পেরেরা এবং সিকান্দার রাজা।

রোববারে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে শেষ ৩ ওভারে ৪৭ আর শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মিলিয়ে লাহোরকে ৩য় শিরোপা জিততে সাহায্য করেছে পেরেরা-রাজা জুটি। সিকান্দার রাজা ৭ বলে করেছেন ২২ রান। আর কুশাল পেরেরা ৩১ বলে করেছেন ৬২ রান।

দুজনের এমন বিধ্বংসী ইনিংসে ভর করেই ১ বল হাতে রেখে কোয়েটার দেয়া ২০২ রানের টার্গেট পেরিয়ে যায় লাহোর কালান্দার্স। সেই সঙ্গে এক বিশ্বরেকর্ডেও নাম তুলেছে দলটা। টি-টোয়েন্টি ইতিহাসে কোনো স্বীকৃত টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। লাহোরই প্রথম দল যারা কোনো ফাইনালে ২০০ এর বেশি টার্ফেট সফলভাবে তাড়া করেছে।

এর আগে এই রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সে দখলে। ২০১৪ আইপিএলের ফাইনালে কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে ঠিক ঠিক ২০০ রান তাড়া করেছিল শাহরুখ খানের দল। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সেই ফাইনালে আগে ব্যাট করে ১৯৯ রান স্কোরবোর্ডে তুলেছিল পাঞ্জাব। বিপরীতে ৩ বল বাকি থাকতে ২০০ রান স্পর্শ করে কলকাতা।

কাকতালীয়ভাবে এই দুই ফাইনালেই ছিলেন একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি সাকিব আল হাসান। কলকাতার রানতাড়ার ম্যাচে সাকিব একাদশে ছিলেন। এদিন লাহোরের একাদশে তার থাকা হয়নি। তবে লাহোরের জার্সিতে ঠিকই ফাইনালের একাদশে ছিলে সাকিবের বাংলাদেশি সতীর্থ রিশাদ হোসেন। সঙ্গে লাহোরের স্কোয়াডে ছিলেন মেহেদি হাসান মিরাজও।

এই ফাইনাল দিয়ে পিএসএলের সবচেয়ে সফল দল হয়ে উঠেছে লাহোর কালান্দার্স। ২০২২ এবং ২০২৩ সালের পিএসএল জিতেছিল লাহোর। মাঝে ২০২৪ সালে শ্রেষ্ঠত্ব ধরে রাখা হয়নি। ২০২৫ সালে এসে ফের পিএসএল চ্যাম্পিয়ন হলো শাহিন আফ্রিদির দল।

আর অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদি নিশ্চিত করলেন নিজের তৃতীয় শিরোপা। পিএসএল ইতিহাসে আর কোনো দলের অধিনায়ক যেখানে দুই শিরোপা জেতেনি, সেখানে শাহিন গতকাল নিশ্চিত করলেন তৃতীয় শিরোপা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top