বুধবার, ২৮শে মে ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ ১৪৩২


‘অধ্যায় শেষ’, কীসের ইঙ্গিত দিলেন রোনালদো


প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১৪:০৭

আপডেট:
২৮ মে ২০২৫ ০১:৩২

ছবি সংগৃহীত

ইউরোপের পাট চুকিয়ে বছর তিনেক আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে থিতু হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলছেন আল নাসরের হয়ে। তবে এরই মধ্যে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা চলছে। সেই আলোচনার স্রোতেই নতুন জোয়ার বইয়ে দিলেন এক পোস্টে। সৌদি পেশাদার লিগ মৌসুম শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পর্তুগিজ এই তারকা সামাজিক যোগাযাগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘একটি অধ্যায় শেষ।’ সেটিই তীব্র কৌতূহলের জন্ম দিলো।

গতকাল (সোমবার) সৌদি প্রো লিগে আল ফাতেহর সঙ্গে আল-নাসরের ম্যাচ ছিল। ৩-২ গোলে হেরে গেছে রোনালদোর দল। যদিও এদিন আল-নাসরের হয়ে ৯৯তম গোল আর ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন।

এরই মধ্যে রোনালদোর পোস্ট ঘিরে জল্পনা চলছে। এখনই ক্যারিয়ার যে থামছে না সে ইঙ্গিত আছে তার পোস্টে। ধারণা করা হচ্ছে, আল-নাসরের সাথে সম্পর্ক শেষের ইঙ্গিত দিয়েছেন সিআরসেভেন।

৪০ বছর বয়সী পর্তুগিজ এই সুপারস্টার ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে সৌদি পেশাদার ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হবে। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি ক্লাবের জন্য এ বছর ফিফা আগামী ১-১০ জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। আল-নাসর এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে না। সৌদি লিগ থেকে আল-হিলাল খেলবে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছেন আগমী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ধিত কলেবরের এবারের টুর্নামেন্টে ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের সাবেক এই তারকা খেলোয়াড়ের খেলার ব্যপারে আলোচান চলছে।

গতকাল আল নাসর জার্সি পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি দিয়ে সেখানে রোনাল্ডো বলেছেন, ‘এখানকার অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’ যদিও বিষয়টিকে অনেকেই রহস্যময় বলে দাবি জানিয়েছেন।

গত মাসে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে বিদায় নিয়েছে আল-নাসর। সৌদি পেশাদার লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। লিগে সর্বোচ্চ ২৪ গোল করেছেন রোনালদো।

গত বছরই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেছিলেন তার আল-নাসর ক্যারিয়ার হয়তো শেষ হতে চলেছে। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন। ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিডের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে হয়তোবা রোনালদো একটি দলের হয়ে খেলতে পারেন। বেশ কিছু ক্লাবের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। ক্লাব বিশ্বাকাপে রোনালদোকে যেকোনো একটি দল নিলে তা অবাক হওয়ার মত বিষয় হবে না, দেখা যাক কি হয়।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top