শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২


ভারত সফরে আসছেন মেসি, কোহলিদের সঙ্গে খেলবেন ক্রিকেট!


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১২:৫৫

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৮:৪০

ছবি ‍সংগৃহিত

ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি। এই তিন তারকার সঙ্গে ক্রিকেট খেলবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। ভারত সফরে এসে ক্রিকেট খেলায় মাততে যাচ্ছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিন দিনের সফরে ভারতে আসছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার মেসি। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন তিনি।

এই সফরেরই অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অংশ নিতে পারেন এক বিশেষ ক্রিকেট ম্যাচে, যেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট মহারথীরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির সফরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, ‘১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের সঙ্গে তার একটি ক্রিকেট ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। সবকিছু চূড়ান্ত হয়ে গেলে আয়োজকরা একটি সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করবে।’

ফুটবল মাঠের জাদুকরকে এবার দেখা যাবে ক্রিকেট ব্যাট হাতে, যা ভারতীয় ভক্তদের জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে। ম্যাচটি হতে পারে একটি ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে দেশটির নামী ক্রিকেটারদের সঙ্গে মাঠ ভাগ করে নিতে দেখা যাবে ফুটবলের ‘গোট’ মেসিকে।

মেসির সফরের আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য হবে কলকাতা, যেখানে তিনি ইডেন গার্ডেন্সে অংশ নেবেন এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে সংবর্ধিত করবেন। একইসঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “গোট কাপ”।

এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। ১৪ বছর আগে প্রথমবার ভারতে এসেছিলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়ালার সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top