মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


সূচি ঘোষণা

আগামী মাসে আসছে উইন্ডিজ


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯

ছবি : সংগৃহীত

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামী মাসে বাংলাদেশ সফরে অসাছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবীয়রা। খেলা হবে মিরপুর ও চট্টগ্রামে।

আজ মঙ্গলবার আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এই সিরিজটি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এটাই হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়বে ভারত।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ শের-ই বাংলা স্টেডিয়াম, মিরপুর

প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর

তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর

টি-টোয়েন্টি সিরিজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি ১ নভেম্বর



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top