‘বিপর্যস্ত ব্যাটিং আমাদের ভোগাচ্ছে’, হারের পর বাংলাদেশি স্পিনার
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৫ ১২:০১
আপডেট:
১৪ অক্টোবর ২০২৫ ০১:২২

নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে খুব বেশি আশার কথা শোনা যায়নি। তবে আইসিসির মেগা ইভেন্টে নিগার সুলতানা জ্যোতির দল উপযুক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখাবে, সেই প্রত্যাশা ছিল সবার। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সামর্থ্যের জানান দেওয়ার পাশাপাশি আশার পারদও বাড়িয়ে দেয় টাইগ্রেসরা। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও, দারুণ লড়াইয়ে বাংলাদেশ নজর কাড়ে।
কিন্তু গতকাল (শনিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে জ্যোতি-নাহিদারা একপেশে হার দেখেছে। এবারও বাংলাদেশকে ডুবিয়েছে তাদের বিপর্যস্ত ব্যাটিং। কিউইদের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরু থেকেই বাজে ব্যাটিংয়ের খেসারত দিতে হয়েছে। অষ্টম উইকেটে ফাহিমা-রাবেয়ার ৪৪ রানই সর্বোচ্চ জুটি।
বাংলাদেশের ব্যাটিং বরাবরই দ্বিপাক্ষিক সিরিজ ও বড় টুর্নামেন্টে বড় চিন্তার জায়গা। এজন্য শুধু ব্যাটারদের দায় দেওয়াই যথেষ্ট নয়, গেল কয়েকমাস ধরে বিসিবির নারী বিভাগের ব্যর্থতাও স্পষ্ট। নারী বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিশ্বকাপের আগে সবশেষ ৫ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেননি। বিসিবির নতুন কমিটিতে অবশ্য তাকে আর সেই বিভাগে রাখা হয়নি, দায়িত্ব পেয়েছেন আব্দুর রাজ্জাক।
কিউইদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন স্পিনার রাবেয়া খান। সেখানে ব্যাটিং বিপর্যয়কেই হারের কারণ বলছেন তিনি, ‘এটা (অধারাবাহিক ব্যাটিংয়ের কারণ) আসলে ব্যাটারদেরকেই জিজ্ঞেস করা উচিত। লোয়ার অর্ডারে যারা ব্যাট করে তাদের জন্য আসলে যত ভালোই করুক, উপর থেকে রান না আসলে ভালো করা কঠিন। উইকেট সেইমই ছিল, আমরা খেলতে পারিনি এটা হচ্ছে বড় কথা। উইকেট একই (গত ম্যাচের মতো) ছিল।’
রাবেয়া আরও বলেন, ‘গত ২ ম্যাচে আমরা হেরেছি। ব্যাটিং কলাপ্সটাই বেশি ভোগাচ্ছে আমাদের। বোলিং, ফিল্ডিং ঠিকঠাক হচ্ছে, এটা ধরে রাখতে হবে। কিন্তু ব্যাটিংয়ের শুরুতে অনেক উইকেট হারিয়ে ফেলেছি। ফাহিমা খাতুন এবং আমি মিলে সিঙ্গেলে খেলার চেষ্টা করেছি, কিছু রান তুলেছি। আমরা বলতেছিলাম যত সিঙ্গেল নেব এখন, পরে কাভার করতে পারব। বড় শট খেলতে পারছিলাম না, উইকেট পড়ে যাওয়ার কারণে।’
ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসার নাম ছিলেন অধিনায়ক জ্যোতি। তিনি এই বিশ্বকাপে সেভাবে কিছু করতে পারছেন না। অধিনায়কের এই ব্যাটিংয়ে অফফর্ম রাবেয়া বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জ্যোতি আপু রান পাচ্ছে না। তিনি আত্মবিশ্বাসী আছেন, তবে রান পাচ্ছেন না।’
আপনার মূল্যবান মতামত দিন: