সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খেলোয়াড়রা : এনএসসি


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ১৯:৪০

আপডেট:
২৪ নভেম্বর ২০২৫ ২০:৪৭

ফাইল ছবি

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনী প্রচারণা শুরুও করে দিয়েছেন। তাই নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না করার জন্য আজ জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিচালক ক্রীড়া আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে, হামজা-জামাল-সামিতরা ফেনীর সোনাগাজী-দাগনভূঞার জন্য শুভেচ্ছামূলক বার্তা দিয়েছেন। সেখানে কারো জন্য ভোট বা প্রচারণা ছিল না সরাসরি কিন্তু ঐ ভিডিও’র এক পর্যায়ে ফেনী তিন আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনে ভোটের জন্য ছবি ও রাজনৈতিক দলের প্রতীক দেখা গিয়েছিল।

বিগত নির্বাচনের সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের অনেক ক্রিকেটারই গিয়েছিলেন। সাকিব আল হাসানেরও নির্বাচনী প্রচারণার কাজে ক্রিকেটারদের দেখা গেছে। আসন্ন নির্বাচনে প্রচারণা বহুলভাবে শুরু হওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে খেলোয়াড়দের প্রচারণায় অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ চিঠিতে উল্লেখ করেছে, 'বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধূলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকান্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়।'

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রচারণাকালে জাতীয় ক্রীড়া পরিষদ লক্ষ্য করছে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে, খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রম অংশ নেয়া জাতীয় ক্রীড়ানীতির পরিপন্থি এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে কঠোরভাবে সুস্পষ্ট দু’টি বার্তা দিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে পারবে না। খেলোয়াড়দেরকে কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। ফেডারেশনগুলোর পাশাপাশি খেলোয়াড়দেরও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে, এর ব্যতয় ঘটলে ক্রীড়ার সুস্থ পরিবেশ কলুষিত হতে পারে যা একেবারেই অনভিপ্রেত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top