সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫, ১৭ই অগ্রহায়ণ ১৪৩২


‘আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ’


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৮

আপডেট:
১ ডিসেম্বর ২০২৫ ১৫:০০

ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এবার শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করতে চান পেস বোলিং কোচ শন টেইট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফরম্যাটটিতে এটাই বাংলাদেশ দলের শেষ ম্যাচ। যে কারণে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই শিষ্যরা বিশ্বকাপে খেলবে বলে প্রত্যাশা সাবেক এই অস্ট্রেলিয়ান পেসারের।

আগামীকাল (মঙ্গলবার) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডতার আগে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেইআমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতেন, সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পাবেন।’

দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়ার লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই প্রেরণা তৃতীয় ম্যাচে কাজে লাগবে বলে বিশ্বাস টেইটের, ‘আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো, গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটা আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি আমরা জিতব।’

একইভাবে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চান এই বোলিং কোচ, ‘(সিরিজ শেষে) এরপর অবশ্যই কিছুটা বিরতি আছে। কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গেই থাকবে। আমরা যদি একটা জয় পাই, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তাভাবনা কঠিন করার দরকার আছে।’

প্রতিপক্ষ যে দলই হোক মাঠে শক্ত লড়াই চান টেইট, ‘আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছেবেশ ভালো কিছু খেলোয়াড়ও আছে তাদেরদেখে মনে হচ্ছে ওরা বেশ গোছানো একটা টি-টোয়েন্টি দলআমরাও একটা ভালো চ্যালেঞ্জচেয়েছিআপনারা জানেন, আমাদের পরবর্তী মিশন বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এর চেয়ে বড় কিছু (মঞ্চ) আর হতে পারে না।’

ইতোমধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির গ্রুপে পড়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে টেইটের ভাষ্য, ‘প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। এটাই (চলমান সিরিজ) তো প্রস্তুতি। এরপর বিপিএল ও প্র্যাকটিস ম্যাচ আছে, তারপর বিশ্বকাপ। এটাই প্রস্তুতি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top