বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক কারা হচ্ছেন, জানা গেল
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৯
আপডেট:
৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭
বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। তবে এখনো তার জৌলুস রয়ে গিয়েছে। এবারের বিপিএলে ৬ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ইতিমধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।
নতুন মালিকানায় দল পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট টাইটান্স। নিলাম শেষে দলগুলোর স্কোয়াড অনেকটা চূড়ান্ত হলেও অধিনায়কদের নাম এখনো প্রকাশ করেনি। তবে বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে কয়েকটি দলের নেতৃত্বে কারা থাকবেন তাদের নাম।
রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্বে যথারীতি থাকবেন নুরুল হাসান সোহান। যদিও সহ-অধিনায়ক কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। অন্যদিকে নতুন দল নোয়াখালি এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে সৌম্য সরকারকে! যদিও এখনো এটি চূড়ান্ত নয়।
রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ নেওয়াজকে! সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে জাকির হাসানকে।
এদিকে চট্টগ্রাম রয়েলসের নেতৃত্ব চূড়ান্ত না হলেও শেখ মেহেদী হাসান এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে মেহেদীকে দায়িত্ব দিলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ। ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে তাসকিন আহমেদের কাঁধে। সবকিছু ঠিক থাকলে টাইগার এই পেসার পাবেন ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব।

আপনার মূল্যবান মতামত দিন: