সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২


নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করে যা বলেছেন রুবাবা দৌলা


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৩১

ফাইল ছবি

চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। সেখানে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলার ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে।

ডিসেম্বরে আন্তর্জাতিক সিরিজ না থাকায় ফাঁকা সময়ে কী করবে বাংলাদেশ নারী দল? অবশ্য নারী ক্রিকেটাররা বিসিএল খেলবেন এই সময়ে। ফরম্যাট বদলে এই বিসিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের দিনক্ষণও চূড়ান্তও হয়েছে। আগামী ১৫ তারিখ থেকে রাজশাহীতে শুরু হবে নারী বিসিএল, যার ফাইনাল ২৫ ডিসেম্বর।

তার আগে মিরপুরে হয়ে গেল ২৬ ক্রিকেটারের ফিটনেস ক্যাম্প। যে ক্যাম্পের শেষ দিন ছিল আজ রোববার। আর এই দিনে নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন নতুন নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। ক্রিকেটারদের সঙ্গে সেরেছেন দুপুরের লাঞ্চও।

ক্রিকেটারের কী কথা বলেছেন রুবাবা দৌলা। সেখানে উপস্থিত থাকা একজন সদস্য ঢাকা পোস্টকে বলেন, 'সবার সাথে পরিচয় হয়েছে এখানে যতজন ছিল। এছাড়া বলেছে যে বিপিএল হবে যেহেতু সভাপতি বলেছেন আর বোর্ডে কথা বলবেন এটা নিয়ে। যারা উপস্থিত ছিল সবার সাথে কথা হয়েছে সবাইকে তিনি উৎসাহ দিয়েছেন ভালো করার ব্যাপারে।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top