মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ পাকিস্তানের


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯

আপডেট:
৩০ ডিসেম্বর ২০২৫ ২১:০৭

ফাইল ছবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩৮ দিন বাকি। প্রতিযোগী দেশগুলো যখন নিজেদের স্কোয়াড ঘোষণার অপেক্ষায়, তখনই অনাকাঙ্ক্ষিত খবর পেল পাকিস্তান। হাঁটুর ইনজুরিতে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। যে কারণে তিনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের চলমান আসর থেকে ছিটকে গেছেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের।

প্রথমবার বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলতে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। তাদের প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ব্রিসবেন হিট দল ও সমর্থকদের অসীম ভালোবাসা ও সমর্থনের জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। অনাকাঙ্ক্ষিত ইনজুরির জন্য পিসিবি আমাকে ডেকে পাঠিয়েছে এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আশা করি আমি শিগগিরই মাঠে ফিরব। একইসঙ্গে দারুণ এই দলের সঙ্গে সঙ্গতি রেখে আমিও উদযাপন করব।’

গত ২৭ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের ১৪তম ওভারে ইনজুরিতে পড়েন শাহিন। ওভারের মাঝে তার হাঁটতে সমস্যা হচ্ছিল, পরে ডান পায়ের চোটের কারণে তিনি ৩ ওভারের আর বোলিং করেননি। পাকিস্তানি এই তারকাকে নিয়ে ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী টেরি ভেনসন বলেছেন, ‘তাকে পুরো মৌসুমে পেলে ভালো হতো, তবে তা সম্পন্ন না করতে পারলেও আমরা ব্রিসবেন হিটে তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমাদের স্কোয়াডের তরুণ বোলাররা তার পরামর্শ ও নির্দেশনা পেয়ে অনেক উপকৃত হয়েছে এবং দলীয় পারফরম্যান্সে তার রয়েছে অনেক অবদান।’

২৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার অবশ্য বিগ ব্যাশে সুখকর মুহূর্ত কাটাতে পারেননি। ব্রিসবেন হিটের হয়ে তিনি ৪টি ম্যাচ খেলে নিয়েছেন কেবল ২ উইকেট, যেখানে তার ইকোনমি রেট ছিল ১১.১৯। এদিকে, সপ্তাহখানেক পরই শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। সেখানে অবশ্য শাহিন এবং আরেক সাবেক অধিনায়ক বাবর আজমকে বিগ ব্যাশের কারণে রাখেনি। আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

ছাড়া জানুয়ারির শেষদিকে টি-টোয়েন্টি সিরিজে লড়বে পাকিস্তানঅস্ট্রেলিয়াআসন্ন দুটি সিরিজকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিচ্ছে সালমান আলি আগার দলভারতশ্রীলঙ্কার মাটিতে ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসির মেগা ইভেন্ট শুরু হবে। তার আগে শাহিনের সেরে ওঠার পাশাপাশি ফিটনেস আগের অবস্থায় ফেরা নিয়ে শঙ্কা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top