রাতেই জিম্বাবুয়ে যাচ্ছেন এবাদত-নাঈম
প্রকাশিত:
৭ আগস্ট ২০২২ ০১:৫৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:৪২
সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বর্তমান জিম্বাবুয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে কুড়ি ওভারের ফরম্যাটের সিরিজ শেষ হয়েছে। একদিনের ক্রিকেটের লড়াইয়ে প্রথম ম্যাচ ৫ উইকেটে হারের পর বাকি আছে আর ২ ম্যাচ।
বিসিবি সূত্রে জানা যায়, এ অবস্থার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে শনিবার (০৬ আগস্ট) জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে এবাদত হোসেন আর নাঈম শেখকে।
ওপেনার লিটন কুমার দাস ইনজুরিতে পড়ে সফর থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে ওপেনার নাঈমকে দলে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম চোট পাওয়ায় নাঈমের সঙ্গী হচ্ছে এবাদত হোসেন। আজ সন্ধ্যা ৭.৪৫টায় ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার।
আপনার মূল্যবান মতামত দিন: