মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ২৩:৩৪

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৩

 ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় ধরে বাবর আজম দুর্দান্ত ফর্মে আছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নেদারল্যান্ডস সিরিজেও তার ফর্ম অব্যাহত রয়েছে। এই সিরিজে হাফসেঞ্চুরির হ্যাটট্রিক হয়েছে তার।

রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১২৫ বলে ৯১ রান করেন বাবর, মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও এক বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। ওয়ানডে ফরম্যাটে প্রথম ৯০ ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়লেন বাবর আজম।

হাশিম আমলা ৯০ ইনিংসে করেছিলেন ৪৫৫৬ রান, যা এতদিন ছিল সর্বোচ্চ। রোববার ৯০ ইনিংসে বাবর আজমের সংগ্রহ দাঁড়ায় ৪৬৬৪ রান।

ডাচদের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ৭৪, ৫৭ ও ৯১ রান করেছেন তিনি। ৭৪ গড়ে এবং ৮০.৭৩ স্ট্রাইক রেটে মোট ২২২ রান করেছেন।সিরিজে ৯১ রান তার সেরা পারফরম্যান্স।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top