কাতার বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ স্পেনের
প্রকাশিত:
১ নভেম্বর ২০২২ ০৩:৩২
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৫:১৬

কাতার বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহ আগে দুঃসংবাদ স্পেনের। অ্যাঙ্কেলে চোট পেয়েছেন দলটির অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা।
লা লিগায় গত শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কাদিজের বিপক্ষে ম্যাচের দশম মিনিটে অ্যাঙ্কেলে চোট পান মোরাতা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন চেলসির সাবেক তারকা খেলোয়াড়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, মোরাতার চোট বেশ গুরুতর। হয়তো স্পেন জাতীয় দলের হয়ে কাতারের বিমানে চড়া হবে না ৩০ বছর বয়সী ফুটবলারের। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আসন্ন বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন মোরাতা। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। তবে আগামী মঙ্গলবার পোর্তোর বিপক্ষে আতলেতিকোর ম্যাচটি মিস করবেন মোরাতা।
বিশ্বকাপের আগে মোরাতা যদি সুস্থ হয়ে ফেরেন, তবে স্পেন কোচ লুইস এনরিকের জন্য তা হবে বড় স্বস্তির। কারণ স্প্যানিশ কোচের দলের গুরুত্বপূর্ণ সদস্য ৩০ বছর বয়সী এই ফুটবলার। ২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের হয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২৭ গোল করেছেন মোরাতা।
আগামী ২০ নভেম্বর শুরু হবে এবারের বিশ্বকাপে। ২৩ নভেম্বর কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ অভিযান। 'ই' গ্রুপের অন্য দুই দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও জাপান। 'ই' গ্রুপের অন্য দুই দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও জাপান। ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার শেষ সময় আগামী ১৪ নভেম্বর।
আপনার মূল্যবান মতামত দিন: