শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

ইনস্টাগ্রামে কে এগিয়ে রোনাল্ডো নাকি মেসি!


প্রকাশিত:
১ মার্চ ২০২৩ ০৩:৩৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০০:২০

ফাইল ছবি

২০১০ সালে ইনস্টাগ্রামের পথচলা শুরু। তার পর বহু বার ভোল পাল্টেছে এই সামাজিক যোগাযোগমাধ্যম। আগে শুধু ছবি দেখা যেত। এখন প্রিয়জন, পরিচিতদের সঙ্গে যোগাযোগের সূত্র এই ইনস্টাগ্রাম।

কেনাকাটা থেকে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মঞ্চ। রোজগারের উপায়। বিনোদনেরও মাধ্যম। ইনস্টাগ্রামের দৌলতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি পাশের বাড়ির কিশোরীও তারকা। যার অনুগামী যত বেশি, তিনি তত বড় তারকা! এই তালিকার প্রথম দশে কারা রয়েছেন?

ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫৫ কোটি। গত কয়েক বছর ধরেই শীর্ষস্থান ধরে রেখেছেন সিআর সেভেন।

রোনাল্ডো-ভক্তেরা মজা করে বলেন, জনসংখ্যার নিরিখে চীন ও ভারতের পর তৃতীয় স্থানে ফুটবলারের ইনস্টাগ্রাম অ্যাকউন্ট। আমেরিকায় যত জনসংখ্যা, তার থেকেও বেশি লোক নজর রাখেন তার প্রোফাইলে। মাঠের মতো ইনস্টাগ্রামেও তারা প্রতিদ্বন্দ্বী। অনুসারীর সংখ্যার হিসাবে রোনাল্ডোর পরেই রয়েছেন লিওনেল মেসি। তার অনুসারীর সংখ্যা ৪৩ কোটি ২০ লাখ।

নারীদের মধ্যে ইনস্টাগ্রামে সব থেকে বেশি ভক্ত সেলেনা গোমেজের। রোনাল্ডো, মেসির পরেই রয়েছেন এই গায়িকা। ইনস্টাগ্রামে প্রোফাইল খোলা নিয়ে বেশ অনীহা ছিল সেলেনার। কিন্তু তা খুলতেই অনুসারীর সংখ্যা বেড়েছে লাফিয়ে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আটপৌরে জীবনের ছবিই বেশি দেন সেলেনা। কখনো তিনি রান্না করছেন, কখনো শরীরচর্চা। মাঝেমধ্যে শুটিংয়ের ছবিও দেন। ইনস্টাগ্রামে প্রায়ই মানসিক স্বাস্থ্য ও অবসাদ নিয়ে কথা বলেন সেলেনা।

ইনস্টাগ্রামে অনুসারীর হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন কাইলি জেনার। তার অনুসারীর সংখ্যা ৩৮ কোটি। ২০১৯ সালে ফোর্বস তাকে কনিষ্ঠতম ‘সেলফ-মেড’ কোটিপতি ঘোষণা করেছিল। কাইলির নিজস্ব প্রসাধনী সংস্থা রয়েছে। রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন তিনি।

কাইলির পরে রয়েছেন ডয়েন জনসন। ইনস্টাগ্রামে তার প্রোফাইলের নাম ‘ডয়েন দ্য রক জনসন’। হলিউডের এই নায়ক অতীতে রেসলিং চ্যাম্পিয়ন ছিলেন। নিজের শরীরচর্চার ভিডিও দেন তিনি।

সপ্তম স্থানে রয়েছেন গায়িকা আরিয়ানা গ্রান্ডে। প্রায়ই নিজের জীবনযাপন, ঘরবাড়ি, পোষ্যের ছবি দেন তিনি। ইনস্টাগ্রামে আরিয়ানার ফলোয়ারের সংখ্যা ৩৫ কোটি ৭০ লাখ।

তিনি যা-ই করেন, তা-ই খবর। ইনস্টাগ্রামেও যে তিনি আলোচনায় থাকবেন, সেটাই স্বাভাবিক। অনুসারীর হিসেবে অষ্টম স্থানে রয়েছেন কিম কার্দাশিয়ান। তার অনুসারীর সংখ্যা ৩৪ কোটি ৬০ লাখ।

কিমের পর রয়েছেন বেয়ন্সে নোলস। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৯ কোটি ৭০ লাখ। ‘লেমনেড’ অ্যালবাম মুক্তি পাওয়ার পর বেয়ন্সের জনপ্রিয়তা বেড়েছে লাফিয়ে।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তার দিক থেকে কিমের সঙ্গেই স্থান পেয়েছেন তার এক বোন ক্লো কার্দাশিয়ান। ক্লোর অনুসারীর সংখ্যা ২৯ কোটি ৫০ লাখ। অনুসারীর সংখ্যার দিক থেকে প্রথম দশের তালিকায় নয় নম্বরে আগে ছিলেন পপ গায়ক জাস্টিন বিবার। তাকে হটিয়ে ওই জায়গা নিয়েছেন ক্লো। আর এক বোন কেন্ডেলও খুব বেশি পিছিয়ে নেই।

দশম স্থানে রয়েছে এখন জাস্টিন বিবার। তার অনুসারীর সংখ্যা ২৭ কোটি ৮০ লাখ। নিজের অ্যাকাউন্ট থেকে ভক্তদের একাধিক তথ্য দিয়ে রাখেন জাস্টিন। কখনো অনুষ্ঠানের সূচি তো কখনো স্বাস্থ্যের বিষয়ে খোঁজ, বহু তথ্য মেলে তার অ্যাকাউন্ট থেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top