শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ভয়েস মেসেজে কী আছে না শুনেও জানা যাবে হোয়াটসঅ্যাপে


প্রকাশিত:
২ মে ২০২৩ ২২:৩১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫০

প্রতিকী ছবি

আবারো নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের সাহায্যে আপনি আপনার ভয়েস ক্লিপ না শুনেই জানতে পারবেন তাতে কী আছে। সহজ করে বললে, এখন এই অ্যাপ ভয়েস ক্লিপ নিজে থেকে ট্রান্সক্রাইব বা লিখে প্রকাশ করবে।

এনিয়ে ওয়েবেটাইনফো একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, ভয়েস ক্লিপের ঠিক নিচেই একটি বক্স দেখা যাচ্ছে। যা দিয়ে ভয়েস ক্লিপ ট্রান্সক্রাইব করা হয়।

যারা ভয়েস মেসেজ ব্যবহার করেন তাদের জন্য এই ফিচার অনেক উপকারি হবে আশা করা হচ্ছে। এর সাহায্যে তাদের কাজ আরও দ্রুত হবে।

এছাড়া এই ফিচারের সাহায্যে আপনি যে কোন ভয়েস নোটে থাকা জরুরি তথ্যও সহজেই খুঁজে পাবেন। ফিচারটি সম্পূর্ণ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকবে। ফলে কোনও তথ্য ফাঁস হওয়ার ভয় নেই।

তবে এই ফিচার এখনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হয়নি। এই নতুন আপডেট কিছু নির্দিষ্ট আইওএস বিটা টেস্টারদের জন্য আনা হয়েছে।

তবে আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহে আরও বেশি সংখ্যক ব্যবহারকারী এই ফিচার ব্যভহার করতে পারবেন। পরীক্ষা শেষ হলে তারপর এটি সবার জন্য নিয়ে আসা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top