৪ ঘণ্টায় ৫০ লাখ ব্যবহারকারী পেল থ্রেড
প্রকাশিত:
৬ জুলাই ২০২৩ ১৬:৫৯
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৪:২৫

টুইটারের বিকল্প হিসেবে বৃহস্পতিবার মেটা উন্মুক্ত করেছে ‘থ্রেড’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপ। টুইটারে ১৬০ ক্যারেক্টার লেখা গেল এই প্লাটফর্মে ৫০০ ক্যারেক্টার পর্যস্ত লেখার সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে আরো নতুন কিছু ফিচার।
প্রযুক্তি বিশেষজ্ঞরা এই অ্যাপকে ‘টুইটার কিলার’ হিসেবে অভিহিত করছে। এরই মধ্যে ব্যবহারকারীরা লুফে নিয়েছে ‘থ্রেড’। বৃহস্পতিবার উন্মুক্ত হওয়ার ৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ ব্যবহারকারী এতে অ্যাকাউন্ট খুলেছেন।
মেটা প্রধান মার্ক জুকারবার্গ এক ট্রেড পোস্টে বলেছেন, ‘প্রথম ৪ ঘণ্টায় ৫ মিলিয়ন সাইনআপ নিশ্চিত হলো।’
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই অ্যাপটিতে লগ-ইন করতে পারছেন ব্যবহারকারীরা। ইউজারনেম, ফলোয়ার্স ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখাবে থ্রেডে।
অন্যান্য প্লাটফর্মের মতো থ্রেড অ্যাপেও লাইক দেয়া, রিপোস্ট করা, রিপ্লাই দেয়া ও শেয়ার করার সুযোগ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: