শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
১১ জুলাই ২০২৩ ১৮:০৬

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ০৪:২১

 ফাইল ছবি

চ্যাটে কোনো কথাকে সমর্থন দিতে কিংবা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকই লাইক বা থাম্বস আপ দিয়ে থাকেন। এই ইমোজি দেওয়ার জন্য যদি লাখ টাকা জরিমানা হয়? তেমন ঘটনাই ঘটেছে।

সম্প্রতি লাইক ইমোজি পাঠিয়ে ৫০ লাখ টাকা (৬১,৬১০ ডলার) জরিমানা দিয়েছেন কানাডার সাসকাচোয়ানে বসবাসকারী এক কৃষক।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ২০২১ সালের মার্চে এক শস্য ক্রেতা ৮৬ টন ফ্লেক্স কেনার জন্য বিজ্ঞাপন দেন। এরপর কেন্ট মিকলবোরো নামের একজন ক্রেতা, স্থানীয় কৃষক ক্রিস ইক্টরকে নভেম্বরে ফ্লেক্স সরবরাহের বরাত দিয়ে অনলাইন মাধ্যমে একটি চুক্তির ছবি পাঠান। যেখানে চুক্তিটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর বিপরীতে কৃষক একটি লাইক বা থাম্বস আপ ইমোজির মাধ্যমে উত্তর দেন। এরপরেই বাঁধে বিপত্তি!

আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী শস্য পাঠাতে পারেননি ক্রিস। অন্যদিকে কেন্ট এবং ক্রিস ইমোজির অর্থ সম্পর্কে একমত হতে পারেননি।

কেন্টের মতে, ক্রিস তার মেসেজের প্রত্যুত্তরে লাইক দিয়ে চুক্তির শর্তাবলীতে সম্মতি দিয়েছেন। আবার ক্রিস যুক্তি দেন যে ইমোজিটি শুধুই একটি রিপ্লাই ছিল। যার মাধ্যমে তিনি মেসেজ যে পেয়েছেন তা নিশ্চিত করেন।

এই বিতর্ক চলে যায় আদালতে। চুক্তি পূরণের ব্যর্থতার কারণে বিচারক থাম্বস আপ ইমোজিকে ডিজিটাল স্বাক্ষর হিসেবে ধরে জরিমানার রায় দেন। এই কারণেই ক্রিসকে ৫০ লাখ টাকা দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top