শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২

ভারতের বেঙ্গালুরুতে অ্যাপেলের নতুন অফিস


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪ ০৭:৫৪

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০৮:০২

ফাইল ছবি

ভারতের বেঙ্গালুরুর মিনস্ক স্কোয়ারে নতুন অফিস খুলল অ্যাপেল। ভবনটি ১৫ তলা। এতে কাজ করতে পারবেন ১২০০ কর্মী। পুরো ভবনে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয়েছে। অ্যাপেলের একাধিক বিভাগ যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার, অপারেশন এবং কাস্টমার সাপোর্টের দফতর থাকবে এই অফিসে।

চমৎকার ইন্টিরিয়র দিয়ে সাজানো প্রতিটি ফ্লোর। থাকবে কাস্টমার সাপোর্ট, অপারেশনসহ একাধিক বিভাগের দফতর।

কর্মীদের জন্য থাকবে ল্যাব স্পেস, ওয়েলনেস রুম এবং ক্যাফে ম্যাকস। পাশাপাশি গাছ গাছালিতে ভরপুর গোটা বিল্ডিং। রয়েছে স্থানীয় উপায়ে তৈরি কাঠ, ফ্যাবরিক এবং ফ্লোরিং।

নতুন অফিস প্রসঙ্গে অ্যাপেল জানিয়েছে, বেঙ্গালুরুর কেন্দ্রস্থলে নতুন অফিসের সঙ্গে ভারতে বিস্তৃত হতে পেরে আমরা রোমাঞ্চিত। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার, অপারেশন, কাস্টমার সাপর্টসহ এই শহরটি ইতিমধ্যে আমাদের প্রতিভাবান টিমের ঠিকানা হয়ে উঠেছে। অ্যাপেলে আমরা যা করি, তার মতোই এই কর্মক্ষেত্র উদ্ভাবন, সৃজনশীলতা এবং সংযোগ বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে।

ভারতের মধ্যে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই এবং গুরগাঁওতে অফিস রয়েছে অ্যাপেলের। ভারতজুড়ে ৩০০০ এর বেশি কর্মচারী রয়েছে সংস্থার। যার মধ্যে ১২০০ জন কর্মী শুধু বেঙ্গালুরুর অফিসেই থাকবে।

২০২৩ সালের ভারতে প্রথম অফিশিয়াল স্টোর খোলে অ্যাপেল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top