বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১

Power Bank

এলো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৯

আপডেট:
১ মে ২০২৪ ০৯:০০

ফাইল ছবি

চলতি পথে কিংবা ভ্রমণের সময় ফোনে চার্জ শেষ হয়ে গেলে অনেকেই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেন। যাদের ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে তাদের জন্য সুখবর। বাজারে এলো ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক দিয়ে তারবিহীন প্রযুক্তিতে ফোন চার্জ দিতে পারবেন।

এই পাওয়ার ব্যাংক এনেছে ভারতীয় প্রতিষ্ঠান আর্বান। মডেল আর্বান ম্যাগট্যাগ। এটি একটি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির পাওয়ার ব্যাংক। এতে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও যেসব ফোন ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে না, সেসব ফোনও টাইপ সি ক্যাবল দিয়ে চার্জ দেওয়া যাবে।

এই পাওয়ার ব্যাংক ব্যাংক ২০ ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভারতের বাজারে এই পাওয়ার ব্যাংক বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ রুপিতে। চাইলে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সহায়তায় বাংলাদেশে বসেও ডিভাইসটি কিনতে পারবেন।

আর্বানের নতুন এই পাওয়ার ব্যাংকটি আপনাকে ডুয়াল আউটপুট চার্জিং ক্ষমতা দেয়। যা আপনাকে পাওয়ার ব্যাংক চার্জ করার সময় ফোন চার্জ করতে দেয়।

পাওয়ার ব্যাংক তিনটি রঙের বিকল্পে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে – কালো, নীল এবং বেগুনি। এটি কিনলে ১ বছরের ওয়ারেন্টি পাবেন।

আরবান ম্যাগট্যাগ আইওএস এবং অ্যানড্রয়েড ফোনের জন্য উপযোগী। প্রতিটি বাক্সে অন্তর্ভুক্ত উদ্ভাবনী ম্যাগট্যাগ রিংটি ওয়্যারলেস চার্জিংসহ আইফোন এবং অ্যানড্রয়েড ফোন উভয়কেই সহজেই চার্জ করে। একটি নিরবচ্ছিন্ন চার্জিং অভিজ্ঞতা উপভোগ করতে আপনি আপনার ফোন কেসে ম্যাগ ট্যাগ রিং সংযুক্ত করতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top