ভেজা কাপড় কয়েক মিনিটেই শুকিয়ে দেবে এই যন্ত্র
প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩১
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০০:১৫

যারা শহরে থাকেন তাদের ভেজা জামা-কাপড় শুকাতে বেগ পেতে হয়। বাসা-বাড়ির বারান্দা কাপড় মেলে দিলেও সহজে শুকাতে চায় না। আবার ভ্রমণে গেলে ভেজা কাপড় নিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। এই সমস্যার সমাধানে এলো অভিনব এক যন্ত্র। এই ডিভাইস ব্যবহারের ভেজা কাপড় কয়েক মিনিটেই শুকিয়ে যাবে।
পোর্টেবল ক্লথ মিনি ড্রায়ার-
এই ড্রায়ারে আপনি টিউব মোডও পাবেন, যাতে আপনি সহজেই কয়েক মিনিটের মধ্যে জুতা, মোজা, জামাকাপড়, বিছানা ইত্যাদি সব কিছুই শুকাতে পারেন। এটি একটি পোর্টেবল ডিভাইস, যাতে ৪০০ ওয়াট শক্তি সাপোর্ট করে।
আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে যাওয়া যায় এই পোর্টেবল মিনি ড্রায়ার।
এসব ডিভাইসের দাম ১০ হাজার টাকার মধ্যে। টিউব আকারে এগুলো পাওয়া যায়। এর মধ্যে ভেজা কাপড় রেখে গ্যাজেটটি অন করে দিলে কয়েক মিনিটেই শুকিয়ে যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: