বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

গুগল পিক্সেল স্মার্টফোনে এআই রিপ্লাই ফিচার


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৪ ১২:১২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৪:৪৭

ফাইল ছবি

গুগল সম্প্রতি তার পিক্সেল স্মার্টফোনে নতুন এআই ভিত্তিক ফিচার যুক্ত করেছে যা স্বয়ংক্রিয় রিপ্লাই প্রদান করবে। এই ফিচারের নাম দেওয়া হয়েছে এআই রিপ্লাই। ফিচারটি মূলত মেসেজিং অ্যাপ্লিকেশনে দ্রুত এবং প্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

নাইট টু ফাইভ গুগলের রিপোর্ট অনুযায়ী, ফোন যিনি করেছেন তার সঙ্গে সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে দক্ষতার সঙ্গে কথা বলবে এআই প্রযুক্তি। এটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে অপর দিকে থাকা মানুষটি যা বলবে তার সঠিক ও উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে এআই।

রিপোর্টে আরও বলা হয়, কল রিসিভ হওয়া মাত্রই তা চলতে শুরু করবে। ঠিক টেপ রেকর্ডারের মতো নয়, কিন্তু মানুষের আবেগ থাকবে সেই প্রতিক্রিয়ায়। ইতোমধ্যে ফিচারটির বিটা ভার্সন তৈরি করেছে গুগল। সংস্থার অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে।

যদিও এআইয়ের উত্তর কয়েকটা বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে – যেমন, ‘ক্যান ইউ সে মোর’, ‘কল মি ব্যাক লেটার’ ইত্যাদি। তবে সময়ের সঙ্গে ফিচারটি আরও জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে বলে আশা করছেন গুগলের বিশেষজ্ঞরা।

কয়েক বছর আগে গুগল পিক্সেল স্মার্টফোনেই ‘কল স্ক্রিন’ নামে একটি বৈশিষ্ট্য চালু হয়। এর মাধ্যমে টেলি মার্কেটিং কলের মতো অজানা কলের উত্তর নিজে থেকেই দিয়ে দেয় স্মার্টফোন। এই ‘কল স্ক্রিন’ বৈশিষ্ট্যকে আরও উন্নত করছে গুগল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top