রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

গোপন চিঠি নিয়ে ফেসবুকে হইচই


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৫৭

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৬:১৩

ফাইল ছবি

সময়ের পালা বদলে হারিয়ে গেছে নব্বই দশকের সেই চিঠির দিনগুলো, যেখানে আবেগ ভালোবাসার মাধ্যমে প্রিয় ব্যক্তিকে চিঠি লেখা হতো। ইন্টারনেট ও ই-মেইলের যুগে চিঠি এখন নস্টালজিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নস্টালজিয়াই এবার ঘুরে ফিরে এলো। এখানে বাদামি খামের পুরানো গন্ধ না থাকলেও আবেগ আগের মতোই রয়েছে। অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে ‘চিঠি ডটমি’ নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন।

যেখানে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম, পরিচয় গোপন রেখে। চলতি মাসের শুরুতে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডটমি নামে অ্যাপটি। ইতোমধ্যে প্রায় ১ লাখ বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে।

অ্যাপটির নির্মাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসান। বিশেষ এই অ্যাপের বিশেষত্ব হল, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরানো দিনের মতো কাগজে, হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে চিঠি লিখতে পারবেন। চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই অ্যাপের কাজ অত্যন্ত সহজ। গুগল প্লে স্টোরে গিয়ে ‘Chithi.me’ লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং নিজের নামে একটি লিংক শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

লিংকে নিজের পরিচিতরা এখানে ঢুকে আপনাকে চিঠি লিখবেন। তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না আপনি। তবে যদি তিনি নিজের পরিচয় দিতে চান তাহলে তিনি দিতেই পারেন। সেক্ষেত্রে অবশ্য এটি আর বেনামি থাকবে না। তবে আপনার সম্পর্কে অন্যেরা কী ধারণা রয়েছে অতি সহজে তা জানতে পেরে যাবেন আপনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top