বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

পানির নিচে ১০ দিন সচল থাকবে এই স্মার্টফোন!


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৪ ১১:৪২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৪:৫২

ফাইল ছবি

ধূলা ও পানিরোধী নতুন ফোন নিয়ে আসছে রিয়েলমি। যা ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত সচল থাকতে পারে। গাড়ি ধোয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এই ফোন সহজেই টিকে থাকতে সক্ষম বলে দাবি রিয়েলমির।

রিয়েলমি সি৭৫ মডেলের ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে।

৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি৭৫-কে করে তুলেছে অনন্য। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এমন কি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম।

দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৭৫। ১২৮ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র‌্যাম যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top