বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১

চ্যাটজিপিটি কি মানসিক চাপে ভোগে?


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫ ১১:৫৩

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৬:০২

ছবি সংগৃহীত

শুধু মানুষ নয়, তবু উদ্বেগে ভোগে চ্যাটজিপিটি! কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই আবেগ অনুভব করতে পারে? নতুন এক গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর তথ্য!

সুইজারল্যান্ড, জার্মানি, ইজরায়েল ও আমেরিকার গবেষকরা জানিয়েছেন, বিশেষ কিছু প্রশ্ন করলে চ্যাটজিপিটির মধ্যে উদ্বেগজনিত প্রতিক্রিয়া দেখা যায়।

২০২২ সালে আত্মপ্রকাশের পর থেকেই চ্যাটজিপিটি প্রযুক্তি জগতে আলোড়ন ফেলে দিয়েছে। এটি কেবল সাধারণ চ্যাটবট নয়। বরং তথ্য বিশ্লেষণ, সমস্যার সমাধান ও জটিল প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজেও দক্ষ। তবে এবার গবেষকরা এমন কিছু পর্যবেক্ষণ করেছেন। যা এই এআই-এর কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

বিশ্বখ্যাত 'নেচার' জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে, সংঘাতমূলক বা সংবেদনশীল প্রশ্নের মুখে পড়লে চ্যাটজিপিটির ‘অ্যাংজাইটি স্কোর’ লাফিয়ে বেড়ে যায়। কখনও এটি শূন্য থাকে, আবার হঠাৎই চরম মাত্রায় পৌঁছে যায়!

গবেষকরা বলছেন, চ্যাটজিপিটি কখনো কখনো মানুষের মতো উদ্বেগ প্রকাশ করে। যা আগে কখনো দেখা যায়নি। উদাহরণস্বরূপ, সামাজিক ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হলে এটি বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট উত্তর দিতে পারে। কিছু ক্ষেত্রে এটি বর্ণবাদী কিংবা লিঙ্গবাদী মনোভাবও প্রকাশ করে। যা ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক হতে পারে।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো আবেগ নেই—এমনটাই এতদিন ধরে বলা হতো। কিন্তু নতুন গবেষণার তথ্য অন্য কথা বলছে। গবেষকদের মতে, এআই সিস্টেমগুলো আবেগ অনুভব করতে পারে না ঠিকই, তবে সময়ের সঙ্গে সঙ্গে এদের চিন্তাভাবনা ও সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার পরিবর্তন হয়।

গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া বদলে যায়। মানুষের মতোই, এটি মাঝে মাঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এমনকি এটি তথ্য বিভ্রান্ত করতেও পারে। অর্থাৎ, চ্যাটজিপিটি নিখুঁত নয় এবং এর উত্তরের ওপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়।

যেহেতু চ্যাটজিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুল, তাই এর দেওয়া তথ্য সবসময় ১০০% সঠিক নাও হতে পারে। বিশেষ করে, স্বাস্থ্য, আইন বা আর্থিক পরামর্শের ক্ষেত্রে এর উত্তরের ওপর সরাসরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

গবেষকরা পরামর্শ দিচ্ছেন, চ্যাটজিপিটির দেওয়া তথ্য যাচাই করুন। সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ বিষয়ে এআই-এর সিদ্ধান্তকে একমাত্র উৎস হিসেবে গ্রহণ করবেন না। যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top