সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

অ্যাপল ওয়াচে এআই ক্যামেরা! নতুন কী সুবিধা আসছে


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫ ১১:১৯

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১২:০৮

ছবি সংগৃহীত

অ্যাপল ওয়াচে প্রথমবারের মতো আসছে ক্যামেরা! ভিজুয়াল ইন্টেলিজেন্সসহ অত্যাধুনিক এআই ফিচার ব্যবহারের জন্য টেক জায়ান্ট অ্যাপল তাদের স্মার্টওয়াচে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে।

বিশ্বখ্যাত টেক সাংবাদিক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে অ্যাপল ওয়াচে ক্যামেরা ও ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচার আসতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টওয়াচ বাইরের দৃশ্য বিশ্লেষণ করতে পারবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।

মার্ক গুরম্যান জানিয়েছেন, স্ট্যান্ডার্ড সিরিজের অ্যাপল ওয়াচ মডেলগুলোর ক্যামেরা থাকবে ডিসপ্লের ভেতরে। অন্যদিকে, অ্যাপল ওয়াচ আল্ট্রা মডেলে ক্যামেরা থাকবে ডিজিটাল ক্রাউন ও বাটনের পাশে।

এছাড়া অ্যাপল তাদের এয়ারপডেও ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে। যা ২০২৭ সালের মধ্যে বাজারে আসতে পারে।

আইফোন ১৬-তে প্রথমবারের মতো যে ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত করা হয়েছিল, সেটিই এখন আসছে অ্যাপল ওয়াচ ও এয়ারপডে। এআই ও ক্যামেরার সমন্বয়ে স্মার্টওয়াচ আরও বেশি ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠবে। যেমন, আপনি কোনো ইভেন্ট ফ্লায়ার দেখালেই এটি স্বয়ংক্রিয়ভাবে ক্যালেন্ডারে যোগ করতে পারবে অথবা রেস্টুরেন্টের তথ্য খুঁজে দিতে পারবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবনিউজওয়্যারের তথ্যমতে, ২০১৪ সালে প্রথমবার অ্যাপল ওয়াচ বাজারে আসে, যখন স্মার্টওয়াচ মার্কেটের বড় অংশ ছিল পুরনো ব্র্যান্ডগুলোর দখলে। কিন্তু বিলম্বে প্রবেশ করেও অ্যাপল দ্রুত প্রতিযোগীদের ছাড়িয়ে গিয়ে স্মার্টওয়াচ বাজারের শীর্ষস্থান দখল করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top