রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

Samsung Galaxy S25 Ultra নিয়ে সমালোচনার ঝড়!


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫ ১৪:১৪

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০২:২৫

ছবি সংগৃহীত

স্যামসাং প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ সিরিজে প্রযুক্তির নতুন চমক নিয়ে আসে। ২০২৫ সালে Galaxy S25 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Samsung Galaxy S25 Ultra নিয়ে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। তবে ফোনটি বাজারে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

চারটি রঙে বাজারে এসেছে Samsung Galaxy S25 Ultra। এগুলো হলো– টাইটানিয়াম সিলভার ব্লু, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ব্ল্যাক এবং টাইটানিয়াম হোয়াইট সিলভার। যদিও নাম শুনে মনে হতে পারে দারুণ ভিন্নতা রয়েছে। বাস্তবে এই রঙগুলো অনেকটাই ম্লান এবং কাছাকাছি রকমের। অনেক ব্যবহারকারী বলছেন, হাতে নিয়ে বুঝতেই কষ্ট হচ্ছে কোনটা কোন রঙ।

সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রেতাই প্রশ্ন তুলেছেন– “এত দামি ফোন কিনে যদি রঙেই বিশেষত্ব না থাকে, তাহলে আলাদা করে আলট্রা কেনার মানে কী?”

কেউ কেউ আরও বলেছেন, “রঙের দিক থেকে এই ফোন একঘেয়ে আর সেটা Galaxy Note 20 Ultra বা Galaxy Z Flip 4-এর মতো মডেলের তুলনায় অনেকটাই পিছিয়ে।”

স্যামসাংয়ের পুরনো ফ্ল্যাগশিপ মডেলগুলিতে ‘মিস্টিক ব্রোঞ্জ’, ‘বোরা পার্পল’-এর মতো অনন্য রঙ থাকত, যা একধরনের পরিচয় তৈরি করত। সেসব রঙের অভাব এবার ক্রেতাদের চোখে পড়েছে বেশ স্পষ্টভাবে।

এই সিরিজের অন্যান্য দুটি মডেল Galaxy S25 ও S25 Plus—তুলনায় অনেক বেশি উজ্জ্বল এবং জীবন্ত রঙে পাওয়া যাচ্ছে। যেমন- ব্লু, পিচ, লিলাক, গ্রিন ইত্যাদি বিকল্পে পাওয়া যাচ্ছে এসব মডেল। ফলে যারা প্রিমিয়াম মডেল কিনেছেন, তারা নিজেদের যেন বঞ্চিত মনে করছেন। অনেকে বলছেন, Samsung এই Ultra মডেলে রঙের ক্ষেত্রে সাহস দেখাতে পারত, কিন্তু সেটা হয়নি।

এতদিন ধরে স্যামসাং নিজেই তাদের হ্যালো রঙ নিয়ে প্রচার চালিয়েছে। কিন্তু এবার সেই পরিচিত কনফিডেন্সই যেন হারিয়ে ফেলেছে ব্র্যান্ডটি। অনেকে বলছেন, “Galaxy Ultra মডেল মানেই ছিল দারুণ ডিজাইন, প্রিমিয়াম ফিনিশ আর আকর্ষণীয় রঙ। কিন্তু এবার সে জায়গায় তারা পিছিয়ে গেছে।”

Samsung Galaxy S25 Ultra নিঃসন্দেহে একটি টেকনোলজিক্যাল পাওয়ারহাউস। কিন্তু শুধু স্পেসিফিকেশন নয়, ব্যবহারকারীরা এখন চায় ডিজাইন ও ভিজ্যুয়াল এক্সপ্রেশন—সেটাই এই মডেলে অনেকের চোখে মিসিং। স্যামসাং ভবিষ্যতে কি এই ফিডব্যাকের গুরুত্ব দেবে? সময়ই বলবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top