সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫, ১লা বৈশাখ ১৪৩২

আদালতের রায়ে বিক্রি হতে পারে ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫ ১১:২২

আপডেট:
১৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৯

ছবি সংগৃহীত

টিকটকের পর এবার যুক্তরাষ্ট্রে বড় আইনি চ্যালেঞ্জের মুখে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা। মার্কিন ফেডারেল ট্রেড কমিশন অভিযোগ তুলেছে, মেটা সামাজিক যোগাযোগমাধ্যমে একচেটিয়া আধিপত্য কায়েম করেছে। প্রতিযোগীদের দমাতে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আদালতে এটি প্রমাণিত হলে, মেটাকে এই দুটি অ্যাপ বিক্রি করে দিতে হতে পারে।

গত সপ্তাহে কমিশন জানায়, মেটা নিজেদের বাজার ধরে রাখতে অসাধু কৌশল নিয়েছে। প্রতিযোগীদের দমাতেই তারা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল। এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিকল্প কমে গেছে এবং বাজারে সৎ প্রতিযোগিতা ব্যাহত হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মামলার রায় মেটার জন্য বড় ধরনের ধাক্কা হয়ে উঠতে পারে। এমনকি সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ চেহারাও বদলে যেতে পারে।

মামলার শুনানি শুরু হচ্ছে আগামীকাল। প্রস্তুতি চলছে দুই বছরেরও বেশি সময় ধরে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকাল থেকেই এই মামলার ভিত্তি তৈরি হয়েছিল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের পক্ষ থেকেই মেটার একচেটিয়া প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হয়।

মেটা অবশ্য আদালতে যুক্তি দিয়েছে, তারা প্রতিনিয়ত টিকটক, ইউটিউব, এক্স এবং স্ন্যাপচ্যাটের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে। তাই একচেটিয়া আধিপত্যের অভিযোগ সঠিক নয়।

তবে কমিশনের আইনজীবীরা বলছেন, আদালতে প্রমাণ করতে হবে গত দশকে মেটার এই আচরণ ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করেছে কিনা। মামলার ভবিষ্যৎ এ প্রশ্নের জবাবের উপর নির্ভর করছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে মেটা কনটেন্ট যাচাইয়ের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা তুলে নেওয়ায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top