বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

ইউটিউব সাবস্ক্রিপশন শেয়ার করার সুযোগ


প্রকাশিত:
৭ মে ২০২৫ ১২:০১

আপডেট:
৮ মে ২০২৫ ০২:৪৫

ছবি সংগৃহীত

বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। ভিডিও কনটেন্ট দেখার পাশাপাশি গান শোনা, ডকুমেন্টারি দেখা, এমনকি পড়াশোনার জন্যও অনেকেই এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। তবে বিজ্ঞাপনবিহীন ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিতে গেলে এখনো অনেক ব্যবহারকারী দ্বিধায় থাকেন মূলত খরচের কারণে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইউটিউব নতুন একটি সাশ্রয়ী প্ল্যান চালুর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে দু’জন মিলে একসাথে সাবস্ক্রিপশন ভাগ করে নিতে পারবেন।

এই নতুন পরিকল্পনায় মাত্র ২১৯ টাকার বিনিময়ে দুইজন ব্যবহারকারী ইউটিউব প্রিমিয়ামের সব সুবিধা উপভোগ করতে পারবেন। বর্তমানে একক সাবস্ক্রিপশনের জন্য যেখানে ১৪৯ টাকা এবং ফ্যামিলি প্ল্যানে ৬ জনের জন্য ২৯৯ টাকা খরচ হয়, সেখানে এই নতুন ডুয়ো প্ল্যানটি তুলনামূলকভাবে সাশ্রয়ী।

নতুন এই সাবস্ক্রিপশন প্ল্যানে অংশগ্রহণ করতে হলে দু’জন ব্যবহারকারীকেই অবশ্যই গুগল অ্যাকাউন্টধারী হতে হবে এবং তাদের বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর। সেই সঙ্গে, তাদের একই পরিবারভুক্ত (Google Family Group) এবং একই বাড়িতে বসবাসকারী (household) হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যুগল, ভাই-বোন কিংবা ফ্ল্যাটমেটরা একসঙ্গে এই সুবিধা নিতে পারবেন।

ইউটিউব সূত্রে জানা গেছে, অনেক ব্যবহারকারী ফ্যামিলি প্ল্যানে অংশগ্রহণের মতো বড় গ্রুপে পড়েন না। তাই দু’জনের জন্য এই নতুন প্ল্যান চালুর মাধ্যমে একটি বড় সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন খরচ বাঁচবে, তেমনি ব্যবহারকারীরা পাবেন বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে অডিও চলা, অফলাইন ভিডিও ডাউনলোডের মতো সুবিধা।

বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের অন্যান্য প্ল্যানগুলোর মধ্যে রয়েছে-

১. ইন্ডিভিজুয়াল প্ল্যান: ১৪৯ টাকা/মাস
২. স্টুডেন্ট প্ল্যান: ৮৯ টাকা/মাস
৩. ফ্যামিলি প্ল্যান: ২৯৯ টাকা/মাস (৬ জন পর্যন্ত)
৪. মিউজিক প্রিমিয়াম (ইন্ডিভিজুয়াল): ১১৯ টাকা/মাস
৫. মিউজিক ফ্যামিলি প্যাক: ১৭৯ টাকা/মাস

ইউটিউবের পক্ষ থেকে এখনো এই ডুয়ো প্ল্যানের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর কাছে এর সুবিধা চালু করা হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক চললে অচিরেই এটি সার্বজনীনভাবে উন্মুক্ত করা হবে।

এই পরিকল্পনা সফল হলে ইউটিউব সাবস্ক্রিপশন গ্রাহকের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কেননা কম খরচে দুটি অ্যাকাউন্টে প্রিমিয়ামের সুবিধা পাওয়া বর্তমানে অনেকের জন্যই একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top